[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে বাইসাইকেল, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৫, ২০:১৩

শিবগঞ্জে দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল, হুইল চেয়ার, সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিজয়ীদের মাঝে ৭১টি বাইসাইকেল, ২৫১ জনকে সনদ ও স্কুল ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। একই সঙ্গে অসহায় ২৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেয়া হয়।

বাইসাইকেল বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। ছবি: চাঁপািই জার্নাল

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণিত, বিজ্ঞান ও ইংরেজী বিষয়ে মেধাবী শিক্ষার্থীরা অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর