প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৫, ১৫:৪৯
সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত সেলিনা বেগম (৭০) নামের এক নারীর লাশ তার ভাই ও আত্মীয়স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার (০৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের মৃত গাজলুর রহমানের স্ত্রী বার্ধক্যজনিত কারণে শুক্রবার (০৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মারা যান। মৃত্যুর খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া এলাকায় বসবাসরত সেলিনা বেগমের ভাই মো: তোফাজ্জল হক লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। তাদের সাড়া পেলে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর আয়োজন করা হয়। তার পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) বেলা পৌনে ১১ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২ এস এর নিকট শূণ্য লাইনে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো হয় এবং লাশ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত তাদের আত্মীয়কে দেখে পরিতৃপ্ত হন এবং বিজিবর প্রতি কৃতজ্ঞতা জানান।
৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, মৃত্যুর খবর পেয়ে তার ভাইসহ বাংলাদেশি স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হয়। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: