[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

বিএনপির সমাবেশে যাওয়ার পথে ব্যাবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৫, ২১:১৫

একরামুল হক। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে যাওয়ার পথে একরামুল হক (৬২) নামের এক ব্যাবসায়ী নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম।

একরামুল হক চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের সভাপতি ছিলেন।

জানা যায়, পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল সমাবেশ আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এই সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ব্যাবসায়ী নেতা একরামুল হক। পরে শিবগঞ্জ মডেল স্কুল এলাকায় আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তাৎক্ষণিক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার জানাজার নামাজ আগামীকাল (বৃহস্পতিবার) সকালে সাড়ে ১০টায় বালিয়াদিঘী কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, একরামুল হক আজকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চেম্বারের একজন পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের সভাপতিসহ একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা করছি।

বিএনপি নেতা তসিকুল আলম বলেন, বিএনপির জনসভায় আসার পথে অসুস্থ হয়ে বিশিষ্ঠ ব্যাবসায়ী একরামুল হক মারা গেছেন। তার মৃত্যুতে আমরা মর্মাহত। তিনি বিএনপির একজন হৃতাকাঙ্খি ছিলেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিঞা, প্রধান বক্তা ছিলেন হারুনুর রশিদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। তারা তিনজনই এবার বিএনপি থেকে মনোনীত হয়েছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর