[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে তিন দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ২১:২২

ফিতা কেটে মেলার উদ্বোধন করছেন শিবগঞ্জ উপজেলার ইউএনও আজহার আলী। ছবি: চাঁপাই জার্নাল
‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে- তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
 
মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা ও কেক কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
 
মেলায় ৫০টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রী স্থান পেয়েছে। মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
 
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা।
 
সিকো/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর