প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ১৯:৫৫
ভোলাহাট উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন।
সম্প্রতি তিনি ভোলাহাটে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদটি শূন্য থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনায় ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শামীম হোসেন বলেন, সাবেক ইউএনও মোঃ মনিরুজ্জামান স্যার অল্প সময়ে ভোলাহাটের উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগগুলোর ধারাবাহিকতা রক্ষা ও নতুন পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বৃহত্তর বিলভাতিয়া বিল উন্নয়ন, জনগুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য ও ভেজাল শিশুখাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: