[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্ট, যাতায়াত বন্ধ ৩ ইউনিয়নের বাসিন্দাদের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৫, ১৮:০৮

ছবি: সংগ্রহীত
রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কালভার্ট ভেঙে পড়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে বিনোদপুর ইউনিয়নের নলবনা খালের ওপর নির্মিত কালভার্ট ভেঙে পড়ার এ ঘটনা ঘটে। এতে চলাচল বিঘ্ন ঘটছে উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের।
 
যাতায়াতের জন্য খালটির ওপর ২০১৫-১৬ অর্থ বছরে ৩২ লাখ ৫৩ হাজার ৬৩০ টাকা ব্যয়ে লছমনপুর কালভার্টটি নির্মাণ করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কালভার্টটির ওপর দিয়ে উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহাবাজপুর ইউনিয়নবাসী যাতায়াত করেন।
 
রায়হান আলী নামে একজন বলেন, বৃষ্টির পানির প্রচুর স্রোতের কারণে কালভার্টটি ভেঙে গেছে। যার ফলে অনেক মানুষের যাতায়াতে সমস্যা হবে। তাই দ্রুত যেন কালভার্টটি নির্মাণ করা হয় সেই দাবি জানাচ্ছি।
 
বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহা. কলিজ উদ্দিন বলেন, নলবনা খালটি দিয়ে পাগলা নদীতে বৃষ্টির পানি নেমে যায়। আর লছমনপুর কালভার্টটি দিয়ে তিনটি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। শুক্রবার রাতভর বৃষ্টির কারণে কালভার্ট ভেঙে গেছে। যার ফলে মানুষজন যাতায়াত করতে পারছে না।
 
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আজহার আলী বলেন, উপজেলা বিনোদপুর ইউনিয়নে অবস্থিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। এখন আপাতত মাটি ফেলে রিপায়িরিংয়ের কাজ করা হবে। এ ছাড়া, কালভার্টটিতে পানির স্রোতের কারণে ফাটল দেখা গেছে। তাই ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় কালভার্ট নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর