প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৫, ২১:০৮
চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানা, নাচোল থানা ও ভোলহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের ডিবির ওসি পদেও রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার রেজাউল করিম।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানকে ভোলাহাট থানায়, ভোলাহাট থানার ওসি মো: শহিদুল ইসলামকে নাচোল থানায়, ডিবির ওসি মো: শাহীন আকন্দকে সদর মডেল থানায় এবং নাচোল থানার ওসিকে ডিবির ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, নাচোল থানার বর্তমান ওসি মনিরুল ইসলামের আর মাত্র দুইমাস চাকরি আছে। তাই তাকে ডিবিতে নেওয়া হয়েছে। এছাড়া রুটিন ওয়ার্ক হিসেবেই থানার ওসিগুলো রদবদল করা হয়েছে। এতে কাজের পরিধি বাড়বে বলে আশা করছি।
এমএএ/আআ
মন্তব্য করুন: