[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৫, ২৩:৩৭

জেলা প্রশাসক  মোহাম্মদ সোলায়মান। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ সোলায়মানকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া একই প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

জানা যায়, মোহাম্মদ সোলায়মান বর্তমানে বিদ্যুৎ বিভাগে উপ-সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৪ সালে নৌবাহিনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম থেকে এসএসসি এবং ১৯৯৬ সালে নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ড থেকে মাস্টার্স এবং অস্ট্রেলিয়া থেকে পিএইচডিও সম্পন্ন করেছেন। এছাড়া তিনি সুনামগঞ্জের তাহেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে যোগদানের বিষয় জানতে চাইলে মোহাম্মদ সোলায়মান বলেন, কিছুক্ষণ আগে শুনেছি আমার চাঁপাইনবাবগঞ্জে বদলি হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষ করে দ্রুত যোগদান করব।

উল্লেখ্য, এর আগে গত ১৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর