[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও করে অটোচালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৫, ২১:১৫

ছবি: সংগ্রহীত
বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ অফিসের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন অটো চালকরা। পরে জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাঘডাঙ্গা ও ইসলামপুর এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক অটো চালক এ বিক্ষোভে অংশ নেন।
 
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এতদিন তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই বানিজ্যিক বিল আরোপ করায় তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। ফলে আগের তুলনায় দ্বিগুণ বিল এসেছে। অটো চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই কঠিন, এর মধ্যে দ্বিগুণ বিল দেওয়া সম্ভব নয়। তাই আগের মতো আবাসিক হারে বিল নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া অটো চালক সোহেল রানা, অসিম ও বাবু জানান, আমরা অসহায় মানুষ। এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বানিজ্যিক খাতে রূপান্তর করা হয়েছে। তবে আজ যারা এসেছিলেন তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সাথে কথা হয়েছে আগামীতে  চার্জিংস্টেশন  রুপান্তর করা হবে। 
 
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মো: একরামুল হক জানান, বিদ্যুৎ বিল বেশি আসছে এমন অভিযোগ তুলে পল্লি বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিল অটোচালকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। 
 
এম.এ.এ/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর