[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

চালক-হেলপারদের মানবেতর জীবন, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৫, ১৫:৪১

ছবি: সংগ্রহীত
বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারি বাস চালক ও সহকারিরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির কারনে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি যাত্রবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
 
বাস চালকরা জানান, ২৪ থেকে ৩২ ঘণ্টা কাজ করে একজন চালক প্রতিদিন বেতন পায় ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার পায় ৫৭৫ টাকা আর হেলপার পায় ৫৫০ টাকা। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিক পক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা।
 
চালক ও সহকারীরা আরও জানান, রাজশাহী  ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন। ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিপহন, শ্যামলী পরিবহন, গ্রামীন ট্রাভেলসের বাস চালকরা এই কর্মসূচি পালন করছে। শুধুমাত্র একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
 
বাস চালক ও শ্রমিকরা জানান, গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজাদের বেতন বাড়ানো হয়নি। ১৫ বছর আগেই নির্ধারিত চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা।
 
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর বাসস্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ করে বাসস্টাফরা ধর্মঘট পালন করছে।
 
জা.আ/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর