[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ওজোন স্তর দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৫, ১৭:৪০

ছবি: সংগ্রহীত
আন্তর্জাতিক ওজোনস্তর সুরক্ষা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। 
 
বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম” এ প্রতিপাদ্যে এহেড ফাইন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
 এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসাহাক আলী। 
 
সিডা’র সহ-সভাপতি মোঃ আফসার আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদ উদ্দিন আল হাসান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সমাজসেবক শওকত আলী, প্রবীণ ব্যক্তি নজরুল ইসলাম প্রমুখ। 
 
বক্তারা বলেন, প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তর করার অঙ্গীকার।
 
 আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয়। উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণেই ওজোনস্তর সুরক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে। 
 
বায়ুমন্ডলের এ ওজোন স্তর ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি সর্বপ্রথম ধরা পড়ে সত্তর দশকে। বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি ও অতিরিক্ত কার্বন ব্যবহারের কারণে এ ওজোন স্তর প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশের সুযোগ পায়। ফলে ধীরে ধীরে মানুষসহ সব প্রাণীই আক্রান্ত হচ্ছে ত্বকের ক্যানসারসহ নানা কঠিন ও জটিল রোগে। 
 
তাই পৃথিবীর ওজোন স্তর সুরক্ষার নিশ্চিতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিয়েল প্রটোকল গৃহীত হয়।  ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিয়েল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে প্রতিবছরই বাংলাদেশ এ দিবসটি পালন করে আসছে ।
 
 
রাব্বি হোসেন/ই.ই 
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর