তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ’২০২৫-এর সাকিব-আঞ্জুম গ্রুপের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ফুটবল খেলা গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও কুষ্টিয়া জেলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
অ্যাওয়ে দলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-০ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম (নতুন)-এ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ।
খেলায় ম্যান অফ দি ম্যাচ হন বিজয়ী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের আহাদ। খেলা শেষে তাকে ফুল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সভাপতি তৌফিকুল ইসলাম তোফা ও সাধারণ সম্পাদক আপেল আলী প্রমুখ।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: