প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৫, ০০:০৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের জেলা সম্পাদক গোলাম রশিদ স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব(টাউন ক্লাব) মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস।
জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মারুফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মরহুম গোলাম রশিদের বোন পারভিন কবীর, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম, সনাকের জেলা সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ (অবঃ) ন,স,ম মাহবুবুর রহমান মিন্টু, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আসলাম কবীর। বক্তারা বলেন, গোলাম রশিদ একনিষ্ঠ দক্ষ স্কাউট লিডার ছিলেন।
দীর্ঘদিন সফলতার সঙ্গে স্কাউটিং করেছেন। বিপদে-আপদেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৮৪-৮৫ সালে মুক্ত মহাদলে বয়স্কাউট হিসেবে যোগ দেওয়ার পর সক্রিয় স্কাউটিং থেকে তিনি কখনই বিচ্ছিন্ন হননি। সরকারি কোন অনুদান ছাড়াই স্থানীয় ব্যক্তি ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে ৭তলা ফাউন্ডেশনবিশিস্ট দ্বিতল স্কাউট ভবন নির্মিত হয়েছে, তার সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের।
এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়। শেষে গোলাম রশিদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
রাব্বি/আ.আ
মন্তব্য করুন: