প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৫, ২৩:৩৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জেরে মো. তরিকুল ইসলাম (৪০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত তরিকুল দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আড্ডা এলাকার ফজলুল হকের ছেলে।
স্কুল শেষে বাড়ি ফেরার পথে আড্ডা পেট্রোল পাম্পের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। এ সময় সাব্বিরের নেতৃত্বে হাবিবুর, শাহীন, দাউদ, মাসুদসহ ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত তরিকুল ইসলামের মামাতো ভাই আসগার আলি জানান, পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, ভিক্টিমের আত্নীয় স্বজন থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
শাহিন আলম/আ.আ
মন্তব্য করুন: