[email protected] ঢাকা | রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে পুকুরে ভাসছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৫, ১৬:২০

নিজস্ব প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে কেয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মোড়লপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কেয়া খাতুন সাহাপাড়ার মির্জা শাহরিয়ার মেয়ে এবং একই গ্রামের সৌদি প্রবাসী মো. সুমনের স্ত্রী।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, কেয়া খাতুনের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়। খবর পুলিশ মরদেহটি আজ (বুধবার) দুপুরের দিকে উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পুকুর থেকে কেয়া খাতুন নামে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগেই কেয়ার মৃত্যু হয়েছে বলে মরদেহ দেখে আমাদের ধারণা। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না বোঝা যাচ্ছে না এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ চলমান আছে।

এছাড়া তিনি আরোও জানান, কেয়া খাতুনের স্বামী সুমন দীর্ঘদিন ধরে সৌদিতে থাকেন। গত ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কেয়া খাতুন এবং তার নিখোঁজের বিষয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছিলেন তার পরিবার।

এম.এ.এ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর