[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

অজ্ঞাত ভাসমান মরদেহটি ভারতীয় নাগরিকের, পরিবারের কাছে হস্তান্তর

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১৮:৩১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটির পরিচয় মিলেছে। তার নাম হিরো মন্ডল (২৬) এবং সে ভারতের নাগরিক বলে জানা গেছে। এছাড়া বুধবার (২৭ আগষ্ট) বিএসএফ, বিজিবি ও স্থানীয় পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার লাশ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
 
মারা যাওয়া নাগরিক হিরো মন্ডল ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মন্ডলের ছেলে।
 
পুলিশ ও বিজিবির সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় আছে এমন খবর পায় ৫৩ বিজিবির মনোহরপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবির টহল দল ও শিবগঞ্জ থানা পুলিশ। পরে সেদিন বিকেল ৫ টার দিকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছিল এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।
 
এছাড়া মরদেহটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবি ও মরদেহের শরীরের জামা কাপড় দেখে হিরো মন্ডলের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ঠদের মাধ্যমে বিজিবির সাথে যোগাযোগ করে। পরে হিরো মন্ডলের পরিচয় পত্রসহ (আধার কার্ড) অনান্য বিষয় মিলিয়ে দেখে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিজিবি কর্তৃপক্ষ।
 
গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান বলেন, হিরো মন্ডল পেশায় একজন জেলে। গত ২৩ আগষ্ট মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন। এ নিয়ে বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরী করেন তার পরিবারের সদস্যরা। ভারতীয় ওই নাগরিকের পরিচয় শনাক্তের পরই বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতের বৈশবনগর থানা পুলিশ, বিএসএফ সদস্যসহ বিজিবিরাও উপস্থিত ছিলেন বলেও জানান ওসি।
 
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকদিন আগে সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে তথ্য যাচাই বাছাইয়ে জানা যায় মরহদেহটি ভারতীয় নাগরিকের। এর পর দুই দেশের সংশ্লিষ্ঠ প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
 
এম.এ.এ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর