চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে শাজাহান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত মঙ্গবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রাধনগর ইউনিয়নের দেওপুরা বাজার মেসার্স সাজাহান ট্রেডার্সে নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
ওইসময় তার প্রতিষ্ঠানের গোডাউন ঘর থেকে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখা অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ৪১ বস্তা ডিএপি, ৪৫ বস্তা ইউরিয়া ও ৮৮ বস্তা এমওপি সার ছিল। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও জাকির মুন্সী জানান, অভিযোগ পেয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। গোডাউন ঘর থেকে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। বিনা লাইসেন্স অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে কীটনাশক ব্যবসায়ী শাজাহান আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রাব্বি হোসেন/ ই.ই
মন্তব্য করুন: