প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:৪১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কোন নোটিশ ছাড়াই রবিদাস সম্প্রদায়ের ১৫ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলা্ই) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন এবং নাগরিক উদ্যোগ।
সংবাদ সম্মেলনে বলা হয়, নাচোল উপজেলার থানা পাড়ায় খাস খতিয়ানভুক্ত একটি জমিতে ৬০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন ১৫ টি রবিদাস পরিবার। গত ৪ মে পূর্বনোটিশ ছাড়াই পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ১৫ পরিবারের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এমনকি সেখানে থাকা একটি মনসা দেবীর মন্দিরও ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এরপর থেকেই খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে বসবাস করছে পরিবারগুলো।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৭ সালে পাবনার ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী মমতাজ বেগম জমিটি নিজেদের বলে দাবি করেন এবং আদালতে মামলা দায়ের করেন। ২০০৬ সালে ওই মামলার রায় দেয়া হয় ভূমিহীন রবিদাস পরিবারগুলোর পক্ষে। পরবর্তীতে জেলা জজ আদালতেও বাদী মমতাজ বেগমের আবেদন না মঞ্জুর হয়ে যায়। এরপর গোপনে তারা উচ্চ আদালতে যান। উচ্চ আদালতে আপিলের কোন তথ্যই জানতে পারেন নি জমির দখলে থাকা রবিদাস পরিবারগুলো। ফলে রায় চলে যায় মমতাজ বেগমের পক্ষে। যদিও গত ২২ মে সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশন উচ্চ আদালত ওই জমির উপর স্থিতাবস্থা দিয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখিত জমিটি ভূমিহীন রবিদাস পরিবারগুলোকে চিরস্থায়ী বন্দোবস্ত, উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন প্রদানসহ ৫ দফা দাবি জানানো হয়।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ সহায়তা করেছে মাত্র।
প্রতিনিধি/আ.আ
মন্তব্য করুন: