[email protected] ঢাকা | বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২
thecitybank.com

আম পাড়তে যাওয়ার পথে ভুটভুটি উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ২১:২৫

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল

আম বাগানে শ্রমিক নিয়ে আম পাড়তে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভুট্টভুটি উল্টে জুয়েল রানা (৪৫) নামে এক ভুটভুটির চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ০৫ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত চালক জুয়েল রানা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, রাজশাহী জেলার অন্তর্গত কাকনহাট ললিত নগরের একটি আম বাগান থেকে আম পাড়ার জন্য সেই বাগানের কর্মচারীদের নিয়ে যাচ্ছিলেন ভুটভুটি চালক জুয়েল রানা। আম বাগানে যাওয়ার সময় নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিনে নাচোল-আমনুরা গামী পাকা রাস্তার উপর পৌছালে স্যালোমেশিন চালিত স্টেয়ারিং (ভুটভুটি) গাড়ীর সামনের চাকা রাস্তার ভাঙ্গা গর্তে পড়ে নিয়ন্ত্রন হারায় এবং রাস্তার ডান পাশে উল্টে যায়। তখন ভুটভুটি চালক জুয়েল রানাসহ ভুটভুটিতে থাকা সকলেই রাস্তার উপর পড়ে যায়। এই সময় চালক জুয়েল রানা মাথায় পাকা রাস্তার সাথে লেগে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয় এবং স্যালোমেশিন চালিত স্টেয়ারিং (ভুটভুটি) গাড়ীতে থাকা সকলেই সাধারন জখম প্রাপ্ত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জুয়েল রানাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই সময় কর্তব্যরত চিকিৎসক আহত ভুট্টভুটি চালক জুয়েল রানাকে  মৃত ঘোষনা করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নে ভুটভুটি উল্টে চালক নিহত হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান আছে। এছাড়া ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত আছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর