প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ২০:৩০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে মো. আরিয়ান নামে তিন বছরের এক শিশু মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তর্তিপুর পাগলা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার উজিরপুর ইউনিয়নের চামকাপাড়া গ্রামের তোহর আলীর ছেলে। উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, দুপুরে পরিবারের সকলের অজান্তে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় শিশু আরিয়ান।
এ সময় বাড়ির পাশে তর্তিপুর সেতুর উত্তরে পাগলা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মর্কতা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া খাতুন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়াসহ অন্যরা। এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানি নিষ্কাশনের মাধ্যমে জলবন্ধতা দূরীকরণ, মাদক, বাল্যবিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
রাব্বি হাসান/ই.ই
মন্তব্য করুন: