[email protected] ঢাকা | বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে পুলিশি নির্যাতনের অভিযোগ বিএনপি নেত্রীর

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ২০:২০

বিএনপির নেত্রী ও ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন। ছবি; সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে মিথ্যা মামলা ও পুলিশের ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুন।

তিনি অভিযোগ করেন, ২৮ জুন রাতে তাকে খালেআলমপুর ছায়তানতলা এলাকা থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও জেলা সদরের সার্কেল অফিসার ইয়াসির আরাফাত শারীরিক ও মানসিক নির্যাতন চালান। পথে বেত্রাঘাত, গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া, কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি ও একটি নির্জন ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ আনেন তিনি।

তিনি আরও জানান, চোখ বাঁধা ও হাতকড়া অবস্থায় দীর্ঘ ১৯ ঘণ্টা ‘আয়না ঘরে’ রেখে নির্যাতন চালানো হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলেও তাকে চিকিৎসা না দিয়ে রিমান্ডে নেওয়ার চেষ্টাও চলে। সেখানে ডাক্তার নির্যাতনের চিহ্ন দেখলেও ওসি মতিউর রহমান বিষয়টি অস্বীকার করে তাকে হুমকি দেন।

সংবাদ সম্মেলনে শাহনাজ বলেন, "আমি একজন নারী, আমার গায়ে পুরুষ পুলিশ কর্মকর্তা হাত তুলেছে। এটা শুধু আমার নয়, দেশের সব নারীর জন্য অবমাননাকর।" তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুন ছাড়াও উপস্থিত ছিলেন তার বোন আফরোজা ও ভুক্তভোগী তাজকেরা বেগমের মেয়ে কমেলা।

অভিযোগ অস্বীকার করে  পুলিশ সুপার রেজাউল করিম  বলেন  ঘটনা ভিন্ন খাতে নিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেত্রী শাহনাজ ।

না.হো/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর