[email protected] ঢাকা | রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ২১:৪১

ছবি: সংগ্রহীত

পায়ুপথে ইয়াবা ঢুকিয়ে পাচার করতে গিয়ে নুর আহমদ (৩০) নামে এক বিএনপি নেতা আটক করেছে বিজিবি।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ শামলাপুর ইমামের ডেইল চেক পোস্টে ইয়াবাসহ তাকে আটক হয়।

এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নূর আহমেদ টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আটকের বিষয়টি নিশ্চিত করেন, ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।

তিনি জানান, নীল দরিয়া নামে একটি বাসে ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। ওই সময় তার কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা। পরে এক পর্যায়ে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে বলে বিষয়টি স্বীকার করে। এসময় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর