[email protected] ঢাকা | রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

নওগাঁর নিয়ামতপুরে নাতির মরদেহ দেখে দাদার মৃত্যু

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ২০:২৮

ছবি: সংগ্রহীত

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজ নাতি সাব্বির রহমান (১৫) এর লাশ পুকুরে ভাঁসতে দেখে স্ট্রোক করে আছির উদ্দিন (৫৫) মৃত্যু বরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির রহমান নাকইল গ্রামের শামসুদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির রহমান বন্ধুদের সাথে গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সাব্বিরের সন্ধান মেলে নি।

শনিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাব্বিরের দাদা। হঠাৎ তার নজরে আসে পানিতে ভাসতেছে নাতির মরদেহ। তিনি চিৎকারে দিলে আশেপাশের লোকজন ছুটে এলে দেখেন, তিনিও মাটিতে লুটে পড়েছেন। তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়ার আগেই আছির মৃত্যু বরণ করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সাব্বিরের লাশ উদ্ধার করে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সাকিল/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর