[email protected] ঢাকা | শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

স্কুল বাদ দিয়ে আমাদের দেখতে আসা ঠিক হয়নি, শিক্ষার্থীদের সারজিস

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:১৩

ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসেছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। উপজেলার হাটবোয়ালিয়া বাজারে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে সড়কের দু’পাশে লাইন ধরে দাঁড়িয়েছিল বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত বহু শিক্ষার্থী।


কিছু শিক্ষার্থী এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে আসে। তিনি কয়েকজনের সঙ্গে হাত মেলান এবং তাদের শুভেচ্ছা জানান।

এ সময় সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তবে, তোমাদের এখন স্কুলে থাকার কথা। ক্লাস ফেলে এখানে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’

বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সূচনা করেন কেন্দ্রীয় নেতারা ।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

হাটবোয়ালিয়ার পদযাত্রা শেষ করে আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা এবং জীবননগরে পথসভা করবে এনসিপি।


ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর