প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ২৩:১২
চারটি হত্যা মামলার আসামী হয়ে দীর্ঘ সময় ধরে ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু পলাতক থাকায় ইদের আগে ইদুল ফিতরের উপহরের চাল পায়নি চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের নাগরিকরা। ইদের প্রায় এক মাস পর সেই ইদ উপহারের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকাল থেকে পুলিশ পাহাড়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। এদিকে, ইউনিয়ন পরিষদে চাল বিতরণ হলেও এবিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ সদস্যদের।
পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতা নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চাল বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। চাল বিতরণ করার সময় কার দেয়া তালিকায় বা কিভাবে চাল বিতরণ করা হচ্ছে তা এসিল্যান্ডের কাছে জানতে চান ৮ ইউপি সদস্য। তবে এর সদুত্তর দিতে পারেনি এসিল্যান্ড। এসময় হট্টগোল সৃষ্টি হয় ইউনিয়ন পরিষদ চত্বরে।
এনিয়ে ৮ ইউপি সদস্যের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি থাকা স্বত্বেও তাদেরকে না জানিয়ে চারটি হত্যা মামলার আসামী পলাতক চেয়ারম্যান শাহীদ রানা টিপুর সাথে যোগসাজশ করে চাল বিতরণ করা হচ্ছে। এনিয়ে ইউপি সদস্যদের সাথে কোন মতামত বা পরামর্শ না নিয়ে বা না জানিয়ে চাল বিতরণ করা হয়েছে। সেখানে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। এমনকি একই পরিবারে একাধিক ব্যক্তি ও স্বচ্ছলদেরকে ইদ উপহারের ভিজিএফের চাল প্রদান করা হয়েছে৷
ইদের এক মাস পর ইউপি সদস্যদের না জানিয়ে চাল বিতরণের বিষয়ে আপত্তি জানিয়েছেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম, জুয়েল রানা, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম গুধা, মো. নাসিরুল, মাজহারুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাফিয়া বেগম, শিল্পী বেগম।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করার বিষয়ে আমরা কিছুই জানি না। আজকে চাল বিতরণের কথাও আমাদেরকে বলা হয়নি। পলাতক চেয়ারম্যান থাকায় প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হলেও তাকেও অবহিত করা হয়নি। ইউএনও আমাদেরকে বাদ দিয়ে চাল বিতরণ শুরু করেছে। আমরা এর প্রতিবাদ জানায়। এটি হতে পারে না। কোন ধরনের কাগজপত্র ছাড়াই তারা চাল বিতরণ শুরু করেছে। আমরা সংঘাত চাই না। সবকিছুই জালের উপর চলছে।
ইউপি সদস্য মো. নাসিরুল বলেন, আমরা সকাল থেকে হঠাৎ চাল বিতরণের কথা জানতে চাইলে এসিল্যান্ড কোন সদুত্তর দিতে পারে নি। পুলিশ নিয়ে এসে চাল বিতরণ করা হচ্ছে। আমরা জনপ্রতিনিধি আমাদেরকে বাদ দিয়ে ও না জানিয়ে কিভাবে চাল বিতরণ করা হয়? জনগণের চাল বিতরণে জনপ্রতিনিধিদের অবজ্ঞা করা উচিত হয়নি।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, ইদের আগেই উপহারের ভিজিএফের চাল বিতরণ কথা ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইদের আগে বিতরণ করা সম্ভব হয়নি। আবার ইউপি সদস্যরাও দুইটি পক্ষে অবস্থান করায় তা আরও জটিল হয়েছে। পরে ইউএনও স্যার বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং গ্রাম পুলিশদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে এসিল্যান্ড স্যারকে পাঠিয়ে চাল বিতরণ করছেন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমি এখানে ভিজিএফের চাল কর্মসূচী পালন করছি। কিছু জানার থাকলে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ইদের আগে তালিকা জমা না দেয়ার কারনে ইদের আগে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়নি। ইদের পরে সরেজমিনে গিয়েও ইউপি চেয়ারম্যানকে সেখানে পায়নি। পরে তাদেরকে আরো সময় দেয়া হলেও ইউপি সদস্যরা তালিকা দিতে পারেনি। পরবর্তীতে উপজেলা মানবিক কমিটির সীদ্ধান্তে গ্রাম পুলিশের দেয়া তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে চাল বিতরণ করা হয়েছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: