[email protected] ঢাকা | রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৬:৩০

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ফাইল ছবি

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ জুলাই) রাত সোয়া ১০টায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ককটেল বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে রাতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকাল থেকেই দুই পক্ষের উত্তেজনা ছিলো। এরই জের ধরে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ রাত থেকেই অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

প্রতিনিধি/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর