প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৮:০৪
দুই দিনের অচলাবস্থা কাটিয়ে কর্মচঞ্চল্যতা ফেরেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে । জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের শার্টডাউন কর্মসূচী প্রত্যাহারের পর সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।
বন্দর সূত্র থেকে জানা যায়, আজ সকালে নির্ধারিত সময়ে অফিস শুরু করেন এই স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা। এরপর থেকেই ভারতীয় পণ্যবোঝাই ট্রাকগুলো সোনামসজিদ বন্দরে প্রবেশ করতে শুরু করে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে গত দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। এতে ভারতের মহদিপুর ও বাংলাদেশের সোনামসজিদ বন্দরে অনেকগুলো ট্রাক আটকে পড়ে। আজকে এনবিআর কর্মকর্তারা অফিস শুরু করায় বন্দরের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে এবং এই বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। বর্তমানে সোনামসজিদ স্থলবন্দরে কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, দুইদিনের কর্মবিরতির পর আজকে সকাল থেকে এই স্থলবন্দরের এনবিআর কর্মকর্তারা অফিস শুরু করেছেন। সোমবার (৩০ জুন) বিকেল সোয়া তিনটা পর্যন্ত এই স্থল বন্দর দিয়ে ১২৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং রপ্তানি হয়েছে ৩২ ট্রাক পণ্য।
প্রসঙ্গত, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে এই বন্দর দিয়ে টানা দুইদিন পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। এতে দুইদিনে প্রায় ৭ কোটি টাকা রাজস্ব হারায় সরকার।
এমএএ/আআ
মন্তব্য করুন: