চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র রমজান মাসে দিবালোকে পরিবারের সামনেই নির্মমভাবে খুন হন শিবগঞ্জ পৌর এলাকার শেকটোলা গ্রামের বাসিন্দা গোলাম আজম (৩২)। ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফেটে পড়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তারা।
শনিবার (১১ মে) সকাল ১০টায় শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ও সংস্কার সংস্থার জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি এসএম মহিউদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্-দৌলা, নিহতের বাবা আব্দুল খালেক, মা রহিসা বেগম, স্ত্রী হালেমা খাতুন, বোন খালেদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ১৮ রমজান (১৯ মার্চ) বিকেলে কুখ্যাত সন্ত্রাসী মো. আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায় গোলাম আজমের ওপর। নিজের ছোট সন্তান ও স্ত্রীর চোখের সামনে বারবার কোপানো হয় তাকে। এমন নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা আরও বলেন, গোলাম আজম একজন নিরীহ ও পরিশ্রমী যুবক ছিলেন। তার কোনো শত্রুতা ছিল না। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু কুখ্যাত অপরাধী এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাদের কারণেই আজ একজন তরতাজা যুবক প্রাণ হারালেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের পরিবারের পক্ষ থেকে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০–১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অথচ পুলিশ এখনো একটিও গ্রেপ্তার দেখাতে পারেনি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, গোলাম আজম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। অল্প সময়ের মধ্যেই দোষীদের আইনের আওতায় আনা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
না.বি/আআ
মন্তব্য করুন: