[email protected] ঢাকা | রবিবার, ১১ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

ধান কেটে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে ৬ জন শ্রমিক আহত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ মে ২০২৫, ২৩:৩৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান কেটে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে ০৬ জন ধান শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৯ মে ) সন্ধ্যা সাড়ে ০৭ টার দিকে আড্ডা টু রহনপুর সড়কের মাধাইপুর ব্রিজে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মোঃ সোহরাব (৪০), মোঃ জিল্লুর রহমান (৫০), মোঃ লিয়াকত আলী (৬০), ৪. মোঃ মাসুদ ৫. মোঃ রেজাউল (১৮)। এছাড়া আরোও একজন আহতরা হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার ৬. মোঃ শিমুল (২০)।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা থেকে রহনপুরের দিকে আসা একটি ভুটভটি গাড়ি ব্রিজের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এবং এতে ০৬ জন শ্রমিক আহত হয়। শরীরে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হলে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীতে রেফার্ড করেন। বাকিরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, গোমস্তাপুর উপজেলার মাধাইপুর ব্রিজে ভুটভুটি উলটে ০৬ ধান কাটা শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী রের্ফাড করা হয়ে এবং বাকিরা গোমস্তাপুর স্বাস্থ্য কম্পলেক্সে চিকিৎসাধীন আছে।

সি.রা/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর