প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ২২:৫৫
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর সহকারী ব্যবস্থাপক ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে কর্মস্থলে দুর্ব্যবহার ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্রমিক নিপীড়নের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ বিজিএফসিএলের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিত অভিযোগপত্র জমা দেন কোম্পানির এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো. নূর আলম ও সাধারণ সম্পাদক আলী হায়দার আহমদের নেতৃত্বে শ্রমিক-কর্মচারীরা।
অভিযোগপত্রে বলা হয়, কম্প্রেসর অ্যান্ড জেনারেটর ডিভিশনের মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখায় কর্মরত সহকারী ব্যবস্থাপক মনজিল হাসান দীর্ঘদিন ধরে সহকর্মীদের সঙ্গে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করে আসছেন। কর্মচারীদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি দুর্ব্যবহার থামাননি। একপর্যায়ে মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে কর্মীরা এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বারস্থ হন।
ইউনিয়নের নেতারা বিষয়টি জানতে চাইলে মনজিল হাসান উল্টো তাদের সঙ্গেও দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। তিনি সে সময় বলেন, ‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সিবিএ গুনার টাইম আমার নাই, সব শালাকে দেখে নেব।’ এ সময় উপস্থিত উপমহাব্যবস্থাপককে (কম্প্রেসর অপারেশন-তিতাস) কক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়ার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগপত্রে আরও বলা হয়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত একপত্রে মনজিল হাসান চুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযোগ রয়েছে, তিনি এখনো ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন এবং গত ২০২৪ সালের ১-৩ আগস্ট ঢাকায় অবস্থান করে ‘জুলাই-আগস্ট গণহত্যা’র সময় অংশ নিয়েছেন বলে দাবি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মো. মনজিল হাসান দাবি করেন, তিনি ছাত্রলীগ কমিটি থেকে পদত্যাগ করেছিলেন, তবে পদত্যাগপত্র সংরক্ষিত আছে কিনা, তা খুঁজে দেখবেন। অন্যান্য অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।
ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইন ফোন রিসিভ করেননি।
ডেস্ক/আআ
মন্তব্য করুন: