[email protected] ঢাকা | রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২
thecitybank.com

বিএনপি নেতার বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ জব্দ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩

ছবি: সংগ্রহীত

বাড়ির আঙিনার পাশেই এসকান্দার মিয়া প্রকাশ (মনু মিয়া) রোপণ করেছেন গাঁজার গাছ। কিন্তু গাঁজা গাছগুলোর পরিচয় সম্পর্কে পুত্র ইমরান বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন- এগুলো ফুলগাছ।

এসকান্দার মিয়া চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর মহাদেবপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপি কমিটির প্রচার সম্পাদক।

এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এসকান্দার মিয়া বাড়ির আঙিনার পাশে গাঁজা চাষের কথা। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় গাঁজার গাছ রোপণকারী এসকান্দার মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গাঁজা গাছ চাষের তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাই এবং গাঁজা গাছগুলো উদ্ধার করি। স্থানীয়ভাবে জানা যায়, এসকান্দার মিয়া মাদকের সঙ্গে জড়িত। এই ঘটনায় অভিযুক্ত এসকান্দার মিয়াকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসকান্দার মিয়ার ছেলে ইমরান হোসেন বলেন, আমি জানতাম না এগুলো গাঁজার গাছ। একদিন বাবার কাছে গাছগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিল এগুলো ফুলগাছ।

এদিকে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আবু সিদ্দিক বাল্লা কালবেলাকে বলেন, এসকান্দার মিয়া ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছে। এ ঘটনা খুবই দুঃখজনক। এই ব্যাপারে দলীয়ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসএম আলম খান কালবেলাকে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এসময় এসকান্দার মিয়ার দখলীয় জায়গা থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করি।

সূত্র: কালবেলা

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর