প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ০৯ টা থেকে বিকাল সাড়ে ০৪টা পর্যন্ত ভোলাহাট উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মেসার্স মদিনা ব্রিকস ফিল্ড, মেসার্স সেভেন স্টার ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস, মেসার্স জে টাটা ব্রিকস ফিল্ড ও মেসার্স মেঘনা জিগজ্যাগ ব্রিকস নামে পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের একটি টিম। অভিযানে ইটভাটার মালিকপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। পরে এস্কেভেটর দিয়ে অবৈধ ইটভাটাগুলোর ক্লিমের কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। এছাড়া সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে ৫টি ইটভাটাকে ১ লাখ করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ, র্যাব-৫, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএএ/আআ
মন্তব্য করুন: