[email protected] ঢাকা | রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২
thecitybank.com

বসতবাড়িতে অনৈতিক কাজ বন্ধের দাবীতে প্রতিবাদ সভা, ভাঙ্চুর ও অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৬:৫০

গোমস্তাপুর থানা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগে তিনটি বসতবাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষুদ্ধ জনতা। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ০৯ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের তিনটি বাড়িতে দীর্ঘদিন যাবত অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। এই বিষয়ে স্থানীয়রা তাদেরকে নিষেধ করলেও তারা এসব কার্যক্রম বন্ধ করেনি। গত মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি স্থানীয়রা। পরে গতকাল বুধবার সন্ধ্যার পরে আলমপুর গ্রামে অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবীতে প্রতিবাদ সভা করে স্থানীয়রা। প্রতিবাদ সভা চলাকালীন সময়ে বিক্ষুদ্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: নজরুল ইসলাম বলেন, এই তিনটি বসতবাড়িতে দীর্ঘদিন যাবত অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। তার প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) স্থানীয় জনতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সকলে মিলে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। ইউএনও স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন যে তারা এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন। কিন্ত ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কোন আইনী পদক্ষেপ না নেওয়ার কারণে স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে গতকাল রাতে তাদের বসতবাড়িতে আগুন দেয় এবং ভাংচুর চালায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে স্থানীয় জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর