প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৪:২৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও ওই ভাটা তিনটি থেকে ৭ লাখ টাকা অর্থদন্ড আদায়সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা পরিবেশ অধিদফতর সূত্র জানায়, বুধবার (১৬ এপ্রিল) ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম।
জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে দুই লাখ, মেসার্স সাথী ব্রিকসকে তিন লাখ এবং মেসার্স তামিম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: