প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ২২:৪৭
চাঁপাইনবাবগঞ্জে তালা ভেঙ্গে বাড়ি থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া কবির ওই মহল্লার বদরুজ্জামানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তালাবদ্ধ একটি বাড়িতে একজনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সিআইডি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙ্গে বাড়ির ভেতরে ডাইনিংয়ে পড়ে থাকা অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করি। এসময় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যরা প্রয়োজনীয় আলমত সংগ্রহ করেন। পরে কবিরের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিন আরও বলেন, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলো কবির আলী। এটি হত্যা না আত্ম হত্যা-এমন প্রশ্নের জবাবে ওসি বলেন-ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে হত্যা না আত্ম হত্যা।
আসাদ/আআ
মন্তব্য করুন: