প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরাতন বছরের সকল গ্লানি মুছে ফেলে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে সব বয়সের মানুষ উৎসবে মেতে উঠেছে। বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে থেকে বর্ষবরণ শোভাযাত্রার সুচনা করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণীদের পরনে শোভা পায় লাল-সাদা, সবুজ লাল পাড়ের শাড়ি, মাথায় নানান রঙ্গের ফুলের টায়রা। তরুণসহ বিভিন্ন বয়সীদের পরনে লাল-সাদা, বিভিন্ন রংয়ের পাঞ্জাবি। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে একদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে ৭১ টি স্টল অংশগ্রহণ করেছে।
ওহাব/আআ
মন্তব্য করুন: