[email protected] ঢাকা | রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল, সম্পাদক এ্যাড. দেলওয়ার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫, ১৭:১৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটিতে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সভাপতি ও এ্যাড. দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডহক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খায়রুল আনাম ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

এছাড়া নির্বাহী কমিটির সহসভাপতি ফিরোজ আহম্মেদ ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফুরকান হাবিব, কোষাধ্যক্ষ ইসমাইল হক, সাংগঠনিক সম্পাদক সারিউল ইসলাম রাজু (সদর), মেজর (অবঃ) আমিরুল ইসলাম (শিবগঞ্জ), আবুল কালাম আজাদ (ভোলাহাট), মশিদুল হক (নাচোল) ও কামরুল হাসান (গোমস্তাপুর)। প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌ. শামিম আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আনারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা ও দপ্তর সম্পাদক জনাব সৈয়দ নাজমুল ইসলাম (মানিক) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আবুল কালাম আজাদ, দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, শহিদুল ইসলাম, মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মাহ্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম (মাসুম) ও এ্যাড. ইব্রাহিম খলিল।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর