[email protected] ঢাকা | রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫, ২২:২৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বে সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালগর এলাকার হুদমা গ্রামের বেনু ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি শ্যামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। এখন অসুস্থতায় ভুগছেন।

বেনু ঘোষের ভাতিজা নাশির হোসেন বলেন, সকালে পাশের গ্রামের মোহবুলের আম বাগানে আমার চাচা বেনু ঘোষের একটি ছাগল যায়। এসময় মোহবুলের ছেলে শহীদ ছাগলটি ধরে নিয়ে যায়। আমি ছাগলটি আনতে গেলে আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করে।

কিছুক্ষণ পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বেনু ঘোষের বাড়িতে হামলা করে। এসময় সাইফুল ইসলামের হাতে পিস্তল দেখা যায়। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। তাদের ইচ্ছেমতো ককটেল হামলা করেছে।

তবে এ অভিযোগ বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, আমি কাজের জন্য বাইরে অবস্থান করছি। শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম কিবরিয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষে থেমে গেছে। থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর