[email protected] ঢাকা | সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১
thecitybank.com

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৩:২১

ছবি: সংগ্রহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ত ম্যানেজার মাঈনুল ইসলাম।

মাঈনুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পুর্ন বন্ধ থাকবে। আগামী ০৬ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে, এই সময়ের মধ্যে বাংলাদেশ-ভারত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।


সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো: জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর