[email protected] ঢাকা | সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১
thecitybank.com

পবিত্র মাহে রমজান উপলক্ষে

এ্যাহেড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১০:০৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ্যাহেড ফাউন্ডেশন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় শিবগঞ্জ শিবগঞ্জ মাহিলা ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়ে।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মোঃ মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাঃ আলাউদ্দীন, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ আলী, দূর্লোভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন বলেন, এ্যাহেড ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় ইতিমধ্যে এ্যাহেড ফাউন্ডেশন ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে।

না.হো./আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর