প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৯:৪৯
ধর্ষণ ও নিপীড়নের বিচার এবং ধর্ষকদের সব্বোর্চ শাস্তি ফাঁসির দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় জেলার স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি ধর্ষণবিরোধী র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন শেষে সারাদেশে ধর্ষনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দস সামাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রাইহান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাহিন খান, চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল, রুট অফ লাইফের সভাপতি লাবনী আক্তারসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নিপিড়নের মতো অপরাধ সারাদেশে দিন দিন বেড়েই চলেছে। কিন্তু অপরাধীদের আটক ও বিচারের কার্যক্রমে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: