প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ২৩:০৪
মাগুরা জেলায় ৮ বছরের শিশুর ধর্ষণকারী ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ গড়তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সোমবার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে, বেলা সাড়ে ১০ টা থেকে শিক্ষার্থীরা শহরের নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে জড় হতে থাকেন, পরে ১১টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে` ইত্যাদি স্লোগান দেন।
চাঁপাইনবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মাহিন খাঁন বলেন, দু:খজনক বিষয় হলেও সত্য আজকে আমাদেরকে ধর্ষনের বিচারের দাবীতে রাস্তায় নামতে হয়েছে। আমাদের দেশের নারীদের, মা-বোনদের নিরাপত্তা দেওয়া একটি রাষ্ট্রর নৈতিক দায়িত্ব। কিন্ত রাষ্ট্র তা দিতে ব্যার্থ হয়েছে। তাই ধর্ষকদের সব্বোর্চ শাস্তি বাস্তবায়নের দাবী জানাচ্ছি। এছাড়া আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসন ব্যার্থতার পরিচয় দিচ্ছে এবং আদালত এই দোসরদের দ্রুত জামিন দিয়ে দিচ্ছে। তাই তাদেরকেউ হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা এইসব থেকে বিরত থাকুন।
এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সদস্য শারমিন জান্নাত মিস্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ,যুগ্ন আহবায়ক খাতিজা খাতুন মিম, বাইজিদ ইসলাম জীবন, মো:মাহিন খান, চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইন্সটিটিউট এর শিক্ষার্থী মোঃ মাসিদুর রহমানসহ প্রমুখ।
এমএএ/আআ
মন্তব্য করুন: