[email protected] ঢাকা | বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১
thecitybank.com

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে পূর্ণদিবস কর্মবিরতি

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২ মার্চ ২০২৫, ২০:০৩

ছবি: সংগৃহীত

ক্যাডার যার মন্ত্রণালয় তার এ স্লোগানকে সামনে রেখে প্রশাসন ক্যাডারে বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন ক্যাডাররা।

রবিবার (০২ মার্চ) দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়।

পূর্ণদিবস কর্মবিরতিতে বক্তবরা রাখে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বধায়ক ডা. মাসুদ পারভেদ, ডা. আব্দুস সামাদ, ডা. মাহফুজ রায়হান, শিক্ষা ক্যাডার মোস্তাফিজুর রহমান, মৎস্য ক্যাডার এলিজা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডাররা।

তারা জানান, প্রশাসন ক্যাডারে বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত বন্ধ করতে হবে। সেই সাথে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। এগুলো বন্ধ না করলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন কর্মবিরতি থেকে।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর