chapaijournal@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১
thecitybank.com

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:০৩

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে । তাদের ফেসবুক পেজে জানানো হয়, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।  

গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনায় এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।

শুক্রবার (০৭ জানুয়ারি) রাত ১০টার দিকে হামলা ও পাল্টা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  

জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সরজিস আলম তার ফেসবুকে লিখেছেন, গাজীপুরে আজই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে কয়েকজন লোক মোজাম্মেলের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তারা হামলা চালিয়ে ভেতরে ভাঙচুর করেন।

এ সময় মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিরোধে আসেন, যার ফলে সংঘর্ষ বাধে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নেওয়া হয়, গুরুতর আটজনকে ঢাকায় পাঠানো হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

গাজীপুর মহানগর পুলিশের ওসি আরিফুর রহমান জানান, আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে কোনো পক্ষের কাউকে পাওয়া যায়নি, ফলে প্রকৃত ঘটনা নিশ্চিত করা যায়নি।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর