[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

নৌকাকে বিজয়ী করতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ০৫:৫২

বাঁ দিক থেকে এডভোকেট জোছনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, অধ্যক্ষ কামরুজ্জামান, তামিম শিরাজী

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক সফল মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন কে সমর্থন দিয়ে, তাকে বিজয়ী করতে মতবিনিময় সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর।

"ভোট হোক মুক্তিযুদ্ধের পক্ষে, ভোট হোক উন্নয়নের পক্ষে, ভোট হোক নৌকায়" এই আহ্বান কে সামনে রেখে জেলা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী'র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান,মহানগর সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন,জেলা সহ সভাপতি এডভোকেট জোছনা খাতুন,রাজশাহীর বিশ্ববিদ্যালয় শাখা নির্মূল কমিটির সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,নির্মূল কমিটির মহিলা ইউনিটের সভাপতি আলিমা খাতুন লিমা, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি,সহ সভাপতি সামিয়া হক শাম্মি, নির্মূল কমিটির ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক,সহ সভাপতি মাহফুজ হোসেন।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্মূল কমিটির নেতা শাহ আলম বাদশা,তত্ময় ইসলাম, আহসান, বিথী, আসগর আলী, রাসেল প্রমুখ।

সভায় খায়রুজ্জামান লিটনকে সমর্থন করে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে বিজয়ী করতে আগামী শনিবার সন্ধ্যায় অপপ্রচার বিরোধী সমাবেশ সহ লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকের মতো নানামুখী কর্মসূচী নেয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর